প্রকাশিত: Thu, May 16, 2024 11:51 AM
আপডেট: Fri, May 9, 2025 9:21 AM

[১]ভারতের প্রধানমন্ত্রী মোদির নিজের বাড়ি গাড়ি নেই, হলফনামায় ঘোষণা

ইমরুল শাহেদ: [২] মঙ্গলবার বারাণসী লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা করেন। সূত্র: এনডিটিভি

[৩] হলফনামায় তিনি উল্লেখ করেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংকে তার ফিক্সড ডিপোজিট করা আছে ২.৮৬ কোটি রুপি। তার কাছে নগদ অর্থ আছে ৫২ হাজার ৯২০ রুপি এবং দুই ব্যাংকে জমা আছে ৮০ হাজার ৩০৪ রুপি। 

[৪] হলফনামায় তিনি আরো জানিয়েছে, তার ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটসে লগ্নি আছে ৯.১২ লাখ রুপি এবং তার চারটি সোনার আংটি আছে, যার মূল্য ২.৬৮ লাখ রুপি। ২০১৮-১৯ সালে তার আয় ছিল ১১.১৮ লাখ, যা ২০২২-২৩ সালে হয়েছে ২৩.৫৬ লাখ রুপি। 

[৪] নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নরেন্দ্র মোদি আরও জানিয়েছেন, স্ত্রী যশোদাবেন কী করেন, তা তিনি জানেন না। যশোদাবেনের পেশা কী, তার জানা নেই। তার আয়ের উৎস কী, তা-ও জানা নেই। তিনি কিছু আয় করেন কি না, কিংবা কোনো সম্পত্তি আছে কি না, তা-ও তার অজানা। এ-ও জানেন না, স্ত্রীর কোনো ঋণ আছে কি না, কিংবা সরকারের কোনো বকেয়া রয়েছে কি না।

[৫] প্রধানমন্ত্রী মোদি অবশ্য জানিয়েছেন, তার কোনো ঋণ নেই। তার কাছে সরকারের কোনো বকেয়া নেই। পাশাপাশি জানিয়েছেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলাও নেই। বন্ড অথবা মিউচুয়াল ফান্ডে তিনি বিনিয়োগও করেননি।

[৬] মোদি জানিয়েছেন, তিনি গুজরাট থেকে স্কুল পাস করে স্নাতক হয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। স্নাতকোত্তর করেছেন আমেদাবাদের গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে। জানিয়েছেন, রাজনীতিই তার পেশা। হলফনামায় মোদি নিজের ফোন নম্বর ও ই-মেইল আইডিও জানিয়ে দিয়েছেন। সম্পাদনা: এম খান